ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় পাকিস্তানের হোম সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ১৩, ২০১৬
শ্রীলঙ্কায় পাকিস্তানের হোম সিরিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পর্যাপ্ত রাজস্ব আদায়ের ঘাটতি পুষিয়ে নিতে নিজ দেশের বাইরে হোম ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য হোম সিরিজের ভেন্যু হিসেবে আরব আমিরাতের বদলে তা শ্রীলঙ্কায় স্থানান্তর করার কথা ভাবছে পিসিবি।

পিসিবির একজন সিনিয়র অফিসিয়ালের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, দুবাইয়ে অনুষ্ঠিত হোম সিরিজ থেকে নাকি পর্যাপ্ত আয় হচ্ছে না পাকিস্তানের। ২০০৯ সালে পাকিস্তান সফরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই আবুধাবি ও শারজায় পাকিস্তান টিমের হোম সিরিজ আয়োজিত হয়ে আসছে।

অফিসিয়ালের ভাষ্য, ‘আমরা এ বিষয়টি (শ্রীলঙ্কায় হোম সিরিজ) নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা করছি। হোম ভেন্যু স্থানান্তরের ইস্যুতে এর সম্ভাব্যতা যাচাইয়ে অন্যান্য বোর্ডের সঙ্গেও কথা বলবো। কিন্তু, আমরা শ্রীলঙ্কায় হোম সিরিজ আয়োজনে চোখ রাখছি। ’

এর আগে বছরের শুরুর দিকে ভারতের বিপক্ষে বহুল প্রতিক্ষীত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের লক্ষ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে পিসিবির আলোচনা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর পাক-ভারত সিরিজ এখনো আলোর মুখ দেখেনি।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।