ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাবর্তনটা ভালো হয়নি ক্লার্কের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ২৮, ২০১৬
প্রত্যাবর্তনটা ভালো হয়নি ক্লার্কের ছবি:সংগৃহীত

ঢাকা: ক্রিকেটে প্রত্যাবর্তনটা সুখকর হলো না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের। হংকংয়ের টি-টোয়েন্টি লিগে মাত্র ৬ রান করেই বোল্ড আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

 

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্লার্ক। পরে চলতি বছর হংকং লিগের দল কোলন ক্যান্টনসে নাম লেখান তিনি।

৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এ তারকা ব্যাট করতে নেমে সাত বল মোকাবেলা করে একটি বাউন্ডারি হাঁকান। তবে মাত্র ছয় রানে মিডিয়াম পেসার জাংজেব খানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন ক্লার্ক।

ম্যাচে ক্লার্কের দল নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান করতে সম্মত হয়। প্রতিপক্ষ দল হাঙ হোমের বিপক্ষে জয় প্রায় এসেই পড়েছিলো। তবে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৮ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।