ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শিরোপার দিকে তাকিয়ে আবাহনী-দোলেশ্বর-রূপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
শিরোপার দিকে তাকিয়ে আবাহনী-দোলেশ্বর-রূপগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ড বা সুপার লিগের শেষ রাউন্ডের তিনটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুপার লিগের সেরা ছয় দলের মধ্যে শিরোপা জয়ের রেসে টিকে আছে আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

 

বুধবার (২২ জুন) শিরোপার মিশনে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনটি দল। মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে লড়বে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী। ১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব ‍রূপগঞ্জের বিপক্ষে বিকেএসপিতে লড়বে দোলেশ্বর। নিয়মরক্ষার ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হবে মোহামেডান-ভিক্টোরিয়া।

জয়-পরাজয় যাই হোক শিরোপা জয়ের বিষয়টি ঝুলে থাকবে ১২ জুনের স্থগিত (আবাহনী-দোলেশ্বর) ম্যাচের সিদ্ধান্তের উপর। বুধবার বিকেলে বিসিবি জানাবে ম্যাচটির ভাগ্য। তাইতো এ ম্যাচের সিদ্ধান্ত হওয়ার আগ অবধি শিরোপা জয়ের উল্লাস করা হচ্ছে না কোনো দলেরই।

শোনা যাচ্ছে, নতুন করে শুরুর সিদ্ধান্ত নিয়ে ম্যাচটির তারিখ নির্ধারণ হতে পারে। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নামিয়ে আনা ম্যাচে আবাহনীর দেয়া ১৯২ রানের টার্গেটে দোলেশ্বর ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলার পর স্থগিত হয় ম্যাচটি। ম্যাচটিতে আবাহনী অধিনায়ক তামিম ইকবাল আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করেন। পরে ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানিয়ে রেফারির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন দুই আম্পায়ার।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ২১ জুন ২০১৬

এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।