ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করবে ইসিবি’র প্রতিনিধি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করবে ইসিবি’র প্রতিনিধি দল ছবি: কাসেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বুধবার (১৭ আগস্ট) সকালে ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল। তিন সদস্যের দলটিতে আছেন ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবি’র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার।

 

আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও ভেন্যুগুলোর অবস্থা, সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে রুটিন কর্মসূচি হিসেবেই তাদের ঢাকায় আগমন।  

বুধবার বিকেলেই প্রতিনিধি দলটি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর এ তথ্য দেন।

মিরপুর ভেন্যু পরিদর্শন শেষে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বৈঠক করবেন তারা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও উপস্থিত থাকবেন র‌্যাব, পুলিশ, বিজিবি'র মহাপরিচালক এবং ডিজিএফআই এর কর্মকর্তারা।  

পরদিন (১৯ আগস্ট)  সিরিজের আরেক ভেন্যু চট্টগ্রামে যাবে প্রতিনিধি দলটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন ছাড়াও প্রশাসনের উধ্র্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। প্রতিনিধি দলটি ২০ আগস্ট দেশে ফিরে যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।