ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্রামে স্মিথ, ছিটকে গেলেন কোল্টার-নাইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বিশ্রামে স্মিথ, ছিটকে গেলেন কোল্টার-নাইল কোল্টার-নাইল ও স্মিথ-ছবি:সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিশ্রামে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছে না তার।

সিরিজের বাকি ম্যাচগুলো নেতৃত্ব দেবেন ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

এদিকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে ছিটকে গেলেন ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইল। কিন্তু উইকেটরক্ষক হিসেবে থাকছেন পিটার নেভিল। নতুন করে যোগ দেবেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্রিস লিন।

কোল্টার-নাইল টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে তিনি একাদশের হয়ে মাঠে নামেননি।

এর আগে লঙ্কান সফরে টেস্ট দিয়ে শুরু করেছিল অজিরা। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ হতে হয়। কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল স্মিথরা। তবে দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনী ৮২ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-১ এ সমতা আনে।

অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, শন মার্শ, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মইসেস হেনরিকেস, পিটার নেভিল (উইকেটরক্ষক), জেমস ফকনার, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও স্কট বোল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।