ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হাঁটা সহজ করে দিলেন মাশরাফি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
হাঁটা সহজ করে দিলেন মাশরাফি! ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাঁচ কিলোমিটার হাঁটতে হবে। অসম্ভব না।

আবার সোজাও না। তার ওপর নিয়মকানুন মেনে যদি হাঁটতে হয় তাহলে তো আরও ঝক্কি! তবে মাশরাফি বিন মর্তুজা থাকলে সব মুশকিল আসান! শুক্রবার (২৬ আগস্ট) ভোরে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি প্রাঙ্গণে প্রতিযোগীদের ত্রাতা হয়েই যেন এলেন তিনি।

এখানে প্রাণ ড্রিংকিং ওয়াটারের পক্ষ থেকে আয়োজন করা হয় ওয়াকাথন। মাশরাফি এই পণ্যটির শুভেচ্ছাদূত। হাঁটা প্রতিযোগিতা শুরুর আগে প্রতিযোগীদেরকে না দৌড়ে সঠিকভাবে হাঁটার নিয়ম দেখাচ্ছিলেন এক অ্যাথলেট।  

মঞ্চে তখন মাশরাফিও উপস্থিত। অ্যাথলেটের হাঁটার ভঙ্গি দেখে তিনি বুঝতে পারছিলেন, এখানে আসা অপেশাদার প্রতিযোগীদের পক্ষে এটা মেনে হাঁটা সম্ভব হবে না। তাই উপস্থাপকের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, ‘ভাই এটা হাস্যকর হয়ে যাবে! আপনারা কেউ এটা পারবেন না। আমরা বাংলায় যেভাবে হাঁটি ওভাবেই হাঁটি চলেন। ’

মাশরাফির কাছ থেকে সাহস পেয়ে উচ্ছ্বসিত হন প্রতিযোগীরা। এই ওয়াকাথন আয়োজনের মূল্য উদ্দেশ্য বন্যাদুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা।

ভিডিও:
 

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।