ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

পেরেরার জরিমানা, স্টার্ককে তিরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
পেরেরার জরিমানা, স্টার্ককে তিরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ‍মাঠে অসৌজন্যমূলক আচরণের দায়ে থিসারা পেরেরাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। অন্যদিকে, অফিসিয়ালি তিরস্কৃত হয়েছেন মিচেল স্টার্ক।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডেতে (২৪ আগস্ট) পৃথক ঘটনায় দু’জনই আইসিসির কোড অব কন্ডাক্ট (আচরণবিধি) লঙ্ঘন করেন।

কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচটিতে ৮২ রানের জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা। রোববার (২৮ আগস্ট, বিকেল ৩টা) তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ডেভিড ওয়ার্নারের উইকেট শিকারের পর সরাসরি আক্রমণাত্মক ভাষায় অঙ্গভঙ্গি প্রদর্শন করেন পেরেরা। যা অজি ওপেনারকে পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজিত করতে পারতো। এতেই আইসিসির কোর্ড অব কন্ডাক্টে লেভেল-১ এর আর্টিক্যাল ২.১.৭ ভঙ্গ করেন লঙ্কান অলরাউন্ডার।

ম্যাচের শুরুতে শ্রীলঙ্কান ইনিংসে নিজের তৃতীয় ওভার শেষের পর দিনেশ চান্দিমালের দিকে বল ছুঁড়ে মারেন স্টার্ক, যিনি ক্রিজের স্ট্রাইকিং প্রান্তের ভিতরেই দাঁড়ানো ছিলেন এবং রানের জন্য প্রচেষ্টাও করেননি।

দু’জনই ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ কর্তৃক প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না। লেভেল-১ এর সব ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার আর সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ পর্যন্ত জরিমানা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।