ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় জুনিয়র একাদশ ক্রিকেটের ফাইনালে সুপার স্টার ক্লাব জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
বগুড়ায় জুনিয়র একাদশ ক্রিকেটের ফাইনালে সুপার স্টার ক্লাব জয়ী

বগুড়া: বগুড়ায় সেউজগাড়ি জুনিয়র একাদশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুপার স্টার ক্লাব ৮ উইকেটে জয়ী হয়েছে।
 
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে শহরের সেউজগাড়ি স্টেশন মাঠে টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে সেউজগাড়ি ইয়ং টাইগার ক্লাব টসে জিতে ব্যাট করতে নামে। নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৮ রান করতে সমর্থ হয়। পরে সুপার স্টার ক্লাবের খেলোয়াড় বাবুর ৬২ রানের ওপর ভর করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষে পৌঁছে যায় তারা।
 
ফলে সুপার স্টার ক্লাব ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলায় ৬২ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের খেলোয়াড় মো. বাবু।
 
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
 
এ সময় ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, সাংবাদিক মাছুদুর রহমান রানা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমান, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বনি সদন খুররম, ব্যবসায়ী শমসের আলী, রানা মন্ডল, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।