ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বাংলাদেশ সফর

প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরকে ঘিরে জল কম ঘোলা হয়নি। তবে শেষ পর্যন্ত ঠিক সময়ই সফর করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

যদিও ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে থাকা ইংলিশ ক্রিকেটাররা এখনও তাদের ব্যক্তিগত মতামত জানায়নি। তবে দেশটির ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস প্রতিটি খেলোয়াড়ের অংশগ্রহণের ব্যাপারে আশাবাদী।

গত বৃহস্পতিবার লন্ডনে সব ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিল ইসিবি। যেখানে স্ট্রস বাংলাদেশকে ‘শতভাগ নিরাপদ’ উল্লেখ করে সবাইকে সফরের ব্যাপারে উৎসাহিত করেন। ইসিবি’র নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের সিদ্ধান্তের পরই এমনটি জানান সাবেক ইংলিশ অধিনায়ক। এছাড়া প্রয়োজনে তিনি প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবে বৈঠকও করতে চান।

আগামী ৩০ সেপ্টেম্বরের সফরকে ঘিরে ইসিবি বাংলাদেশকে নিয়মিত মনিটর করেছে। যেখানে ঢাকা, চট্টগ্রাম ও ফতুল্লায় নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হয়েছে তারা। এর আগে বাংলাদেশ সফলভাবে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ আয়োজন করেছিল। সে আসরে ইংল্যান্ডও দল পাঠিয়েছিল।

এ প্রসঙ্গে স্ট্রস বলেন, ‘আমরা এখনও খেলোয়াড়দের জিজ্ঞেস করিনি তারা যাবেন কিনা? আসলে আমরা এই পর্বে এখনও আসিনি। তবে আমি আশাবাদী সফরের নিরাপত্তার ব্যাপারে সবাইকে সন্তুষ্ট করতে পারবো। ‍আমি রেগ ডিকাসনের ওপর আস্থা রেখে শতভাগ সন্তুষ্ট। ’

তিনি আরও বলেন, ‘আমার মতে রেগ ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করেই সবকিছু জানিয়েছে। আর আমি আশাবাদী আমাদের স্কোয়াডের প্রতিটি ক্রিকেটারকে নিয়েই আমরা সফর করতে পারবো। তবে এ ব্যাপারে আমরা কোন ধরনের চাপ প্রয়োগ করবো না। আমাদের চাকুরি হচ্ছে খেলোয়াড়দের সফরের নিরাপত্তা নিশ্চিত করা। ’

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।