ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

ঢাকা: নানা জটিলতার পর অবশেষে বাংলাদেশ সফরে সম্মতি প্রকাশ করেছে ইংল্যান্ড। তবে এতে ক্রিকেটারদের ব্যক্তিগত মতামতের ওপর গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই ক্ষেত্রে কেউ চাইলে সফর নাও করতে পারে, বিপরীতে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এদিকে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ‍অ্যান্ড্রি ক্যাডিকের মতামত আবার ভিন্ন। তার মতে, কোনো ক্রিকেটার যদি সফর থেকে নিজেকে সরিয়ে নেয় তবে ভবিষ্যতে ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করে দেন তিনি।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর ইংল্যান্ডের সফর ছিল ভারতে। সেবার ইসিবি সফরের ব্যাপারে ক্রিকেটারদের নিজস্ব মতামতের ওপর ছেড়ে দিয়েছিল। সেই সফরে ক্যাডিক ও রবার্ট ক্রোফট ভারতে যাননি। পরবর্তীতে ক্যাডিক দলে ফিরে ২০০৩ বিশ্বকাপ পর্যন্ত খেললেও ক্রোফট আর সুযোগ পাননি।

ক্যাডিক জানান, ‘ক্রিকেটাররা যদি যেতে না চায় তবে ভালো। এটা প্রত্যেকের ব্যক্তিগত মতামত। তবে এটি নির্ভর করছে ইসিবি কিভাবে ব্যাপারটি উপস্থাপন করছে। ’

তিনি আরও বলেন, ‘২০০১ সালে প্রথমে আমরা ১০জন ভারত সফরের ব্যাপারে অনীহা দেখিয়েছিলাম। ইসিবি ইতিবাচক সাড়া দিয়েছিল। পরে কর্মকর্তা মিলিয়ে পাঁচ জন সফর করিনি। পরবর্তীতে আমাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম নেতিবাচক খবর প্রকাশ করেছিল। অথচ ইসিবি বলেছিল তারা কারও নাম প্রকাশ করবে না। ব্যাপারটি ছিল খুবই বিব্রতকর। পরের দিন আমাদের সবার নাম প্রকাশ করা হয় এবং আমরা লজ্জার মুখে পড়েছিলাম। ’

৪৭ বছর বয়সী সামারসেটের সাবেক এ ক্রিকেটার আরও বলেন, ‘আমি আশা করব বর্তমানে যদি কোনো ক্রিকেটার নাম প্রত্যাহার করে তবে ইসিবি তাদের নাম প্রকাশ করবে না, যেটি ২০০১ সালে আমাদের সঙ্গে করা হয়েছিল। আর এমনটি হলে ঝুঁকির মুখেই পড়বে বর্তমান ক্রিকেটাররা। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।