ঢাকা: চুক্তির শর্ত অমান্য করে বাংলাদেশে আসেননি এইচপি (হাই পারফরম্যান্স) ক্যাম্পের হেড কোচ সায়মন হেলমট। হেড কোচকে ছাড়াই আগামী সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে ৬ সপ্তাহের ক্যাম্প।
শনিবার (২৭ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘ক্যারিবিয়ান লিগ শেষ হলে জানা যাবে তিনি বাংলাদেশে কবে আসবেন, এমনই কথা ছিল এবং সেভাবেই চুক্তিটা হয়েছিল। যেহেতু একটা পরিস্থিতির কারণে আমরা ট্রেনিং ও জাতীয় দলের অনুশীলন দেরিতে শুরু করেছিলাম। সায়মন হেলমটের সাথে আমরা যোগাযোগ রাখছি। এইচপি প্রোগাম ছাড়াও তাকে অন্যান্য প্রোগ্রামে কাজে লাগানোর চেষ্টা করবো। আমরা যতটুকু শুনেছি তিনি খুব ভালোমানের কোচ। ’
মাত্র ২৫ বছর বয়সে খেলোয়াড়ী জীবন শেষ করার আগেই কোচিংয়ে যুক্ত হন সায়মন হেলমট। ২০০৮ সালে অজি ‘এ’ দল ভারত সফরে এসেছিল, তার হেড কোচ ছিলেন তিনি। গত আইপিএলের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের সহকারী কোচ ছিলেন কোচিংয়ে অভিজ্ঞ ৪৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি