ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

একই দলে শচীন-সাঙ্গা-ক্যালিস-ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
একই দলে শচীন-সাঙ্গা-ক্যালিস-ওয়ার্ন

ঢাকা: বর্তমানে ক্রিকেটারদের স্বপ্নের একাদশ তৈরি করাটা এক রকম নিয়মিতই হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে ব্যাটসম্যান জেসন রয় তার পছন্দের একাদশ তৈরি করেছেন।

যেখানে শচীন, সাঙ্গাকারা, ক্যালিস ও ওয়ার্নকে রাখা হয়েছে।

রয় তার একাদশে মূলত ১৯৯০ ও ২০০০ সালের শুরুর দিকে ক্রিকেটারদের প্রাধান্য দিয়েছেন। তবে জাতীয় দলের হয়ে ২৬ ম্যাচে ৯৩৯ রান করা এ তরুণ দলে সর্বোচ্চ চারজন রেখেছেন ইংল্যান্ড থেকে। তাতে নেই পাকিস্তান বা নিউজিল্যান্ড থেকে কোনো ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম নেওয়া রয় ওপেনিংয়ে রেখেছেন অ্যালিস্টার কুক ও হাশিম আমলাকে। তিন নম্বর পজিশনে রয়েছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। চারে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কুমার সাঙ্গাকারা। আর পাঁচে রয়েছেন ইংলিশ সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে জ্যাক ক্যালিস ও অ্যান্ড্রু ফ্লিনটফকে। একমাত্র স্পিনার হিসেবে আছেন শেন ওয়ার্ন। পেস বোলিংয়ের মূল দায়িত্বে আছেন ক্যারিবীয় ইয়ান বিশপ, অন্য দু’জন হলেন জেমস অ্যান্ডারসন ও ডেল স্টেইন।

জেসন রয় এর সর্বকালের সেরা একাদশ: অ্যালিস্টার কুক, হাশিম আমলা, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), কেভিন পিটারসেন, জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, ইয়ান বিশপ, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।