ঢাকা: আগামী বছরের মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। শনিবার (২৭ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ শ্রীলঙ্কা সফর করবে। এটা হবে পূর্ণাঙ্গ একটি সিরিজ। ’
গত ১৯ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশ ক্রিকেটের ২০১৬/১৭ সালের আন্তর্জাতিক ও ঘরোয়া মৌসুমের অনুমোদন দেওয়া হয়। তাতে জানানো হয় শ্রীলঙ্কা সফরের ব্যাপারটি নাকি সে দেশের ক্রিকেট বোর্ডই বাংলাদেশকে প্রস্তাব করেছিল।
ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরে এমন একটি সফরের প্রস্তাবটি সাদরে গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, দু’দলের মধ্যে হতে পারে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর করে দেশে ফিরবে। এফটিপি সূচি অনুযায়ী মে মাস পর্যন্ত তাদের কোনো ব্যস্ততা নেই। অন্যদিকে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের কোনো খেলা নেই। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর থেকে ফিরে শ্রীলঙ্কা সফরের জন্য মাঝের এক মাস সময় পাবে মাশরাফি-মুশফিক বাহিনী।
এ সফরটি বাংলাদেশের জন্য ‘বোনাস’ হিসেবেই ধরা যেতে পারে। ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এফটিপি অনুযায়ী বাংলাদেশে ফিরতি সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি