ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টপঅর্ডারদের দৃঢ়তায় প্রথম দিন প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
টপঅর্ডারদের দৃঢ়তায় প্রথম দিন প্রোটিয়াদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: টপঅর্ডার চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনটি নিজেদের করে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন উইকেট হারিয়ে ২৮৩ রান তুলেছে প্রোটিয়ারা।

 

ব্যাটিংয়ে নেমে দুই প্রোটিয়া ওপেনার দলকে ভালো শুরু পাইয়ে দেন। স্টিফেন কুক ৫৬ রান আর ডি কক ৮২ রান করেন। তাদের জুটি থেকে আসে ১৩৩ রান। কুকের ১৪৩ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। আর ককের ১১৪ বলের ইনিংসে ছিল ১৫টি চারের মার।

তিন নম্বরে নামা হাশিম আমলা করেন ৫৮ রান। জেপি ডুমিনির ব্যাট থেকে আসে অপরাজিত ৬৭ রান। ১৩ রানে অপরাজিত থাকেন দলপতি ফাফ ডু প্লেসিস।

কিউইদের হয়ে দুটি উইকেট তুলে নেন ওয়াগনার। আর একটি উইকেট দখল করেন ব্রাসওয়েল।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।