ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে গেলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ছিটকে গেলেন হাফিজ মোহাম্মদ হাফিজ-ছবি:সংগৃহীত

ঢাকা: পেশীতে গুরুতর চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। লর্ডসে ইংলিংশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে এমন দুঃসংবাদ শোনেন হাফিজ।

তার পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান।

ছিটকে যাওয়ার ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি তিনটি খেলায় থাকতে পারছেন না হাফিজ। সেই সঙ্গে ৭ সেপ্টেম্বর সফরের একমাত্র টি-টোয়েন্টিতেও বাদ পড়লেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি হাফিজকে মূল একাদশেই নেওয়া হয়নি। তবে ইংলিশ সফরে ব্যাটে সময়টাও ভালো যাচ্ছিল না তার। চার ম্যাচ টেস্টে প্রথম তিনটিতে খেলে তিনি মাত্র ১০২ ‍রান করেছেন। পরবর্তীতে তাকে চতুর্থ ম্যাচে বসিয়ে রাখা হয়। আর পাকিস্তানের প্রথম ওয়ানডেতে তিনি ১৫ বলে ১১ রান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।