ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চার সপ্তাহ মাঠের বাইরে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
চার সপ্তাহ মাঠের বাইরে তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার পর থেকে সব শঙ্কা দূর হয় টাইগারদের। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের কালো মেঘ দূর হলেও টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পড়েছেন।

টাইগারদের শনিবারের (২৭ আগস্ট) অনুশীলনের সময় ব্যাটিং প্রাকটিস করছিলেন তামিম। ইনডোরে ব্যাটিং প্রাকটিসের এক পর্যায়ে তার হাতের আঙ্গুলে বল লাগে। রোববার (২৮ আগস্ট) তার আঙ্গুলের এক্স-রে রিপোর্টে চিড় ধরা পড়ে। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে তার। এতে করে অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য ব্যাট হাতে নিতে পারবেন না এই টাইগার ওপেনার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অক্টোবরের শুরুতেই ইংলিশ বধে নামতে হবে টাইগার ক্রিকেটারদের। তার আগে সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তামিমকে নিয়ে শঙ্কা নেই ইংল্যান্ড সিরিজে। আপাতত স্কিল ট্রেনিং করতে না পারলেও নিজের ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে পারবেন তামিম।

সামনের দিনগুলোর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি সামনে রেখে প্রস্তুতিও চলছে পুরোদমে। আন্তর্জাতিক সিরিজ যতই কাছাকাছি চলে আসছে অনুশীলনে মনযোগ ততটাই বাড়াচ্ছেন ক্রিকেটাররা।

টাইগারদের অনুশীলনকে আরও বেশি চাঙ্গা করতে আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর নিজেদের মধ্যে আরও দুটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। তাতে থাকতে পারছেন না তামিম। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। প্রথম ওয়ানডে ০৭ অক্টোবর। তাই বেশ সময় পাচ্ছেন তামিম। ইংলিশ সফর এখনও বাকি প্রায় ছয় সপ্তাহ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।