ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ড সফরে অনিশ্চিত সালমা খাতুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
আয়ারল্যান্ড সফরে অনিশ্চিত সালমা খাতুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: ইনজুরিতে পড়েছেন নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সালমা খাতুন। অনুশীলনে ডান হাতে চোঁট পাওয়ায় আয়ারল্যান্ড সফর অনিশ্চিত এ অলরাউন্ডারের।

বিসিবি সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে নাও দেখা যেতে পারে সালমাকে।

ইনজুরি সারাতে বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর শরণাপন্ন হয়েছেন সালমা। তার ডান হাতে ইনজেকশন পুশ করা হচ্ছে। সোমবার (২৮ আগস্ট) আরেকটি ইনজেকশন দেওয়ার পর বোঝা যাবে এ ক্রিকেটারের মাঠে ফিরতে কতদিন লাগবে।

নারী দলের আয়ারল্যান্ড সফর আগামী সপ্তাহেই। দুটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে ২ সেপ্টেম্বর নদার্ন আয়ার‌ল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা টাইগ্রেসদের।  

শুরুতে টি-টোয়েন্টি সিরিজে আইরিশ মেয়েদের মুখোমুখি হবে জাহানারা আলমের দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি ৫ ও ৬ সেপ্টেম্বর। একদিন বিরতি দিয়ে ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। ১০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে আয়ারল্যান্ড ট্যুর।

বিসিবি সূত্রে জানা গেছে, দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে নারী দলের চূড়ান্ত স্কোয়াড। প্রধান নির্বাচক হিসেবে প্রথমবারের মতো নারী দলের সঙ্গে কাজ করছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। প্রধান কোচের দায়িত্বে আছেন সারোয়ার ইমরান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।