ঢাকা: শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে এক রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে কোনো ফলাফল না আসায় দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে জিতে নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ফলে, সিরিজে হেরে হতাশা নিয়েই আমেরিকা পর্ব শেষ করতে হলো ভারতকে।
আগে ব্যাট করে ক্যারিবীয়রা ১৯.৪ ওভারে ১৪৩ রান তুলে গুটিয়ে যায়। জবাব দিতে ব্যাটিংয়ে নেমে দুই ওভার ব্যাট করার সুযোগ পায় মহেন্দ্র সিং ধোনির দল। ১৫ রান তুলে বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়ার দুই ওপেনারকে। আমেরিকার সেন্ট্রাল ব্রোয়ার্ড রেজিওনাল পার্ক স্টেডিয়ামে কোনো সুপার সপার না থাকায় বৃষ্টির পর মাঠ শুকিয়ে বল গড়ানোর কোনো ব্যবস্থা ছিল না।
ফলে, ম্যাচের আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
ক্যারিবীয়দের ওপেনার জনসন চালর্স ২৫ বলে করেন ৪৩ রান। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান এভিন লুইস এ ম্যাচে ৭ রান করে বিদায় নেন। এছাড়া, মারলন স্যামুয়েলস ৫, সিমন্স ১৯, ফ্লেচার ৩, পোলার্ড ১৩, আন্দ্রে রাসেল ১৩, ব্রাভো ৩ আর দলপতি ব্রাথওয়েইট ১৮ রান করেন।
ভারতের হয়ে তিনটি উইকেট তুলে নেন অমিত মিশ্র। এছাড়া, দুটি করে উইকেট দখল করেন শামি, অশ্বিন আর জাসপ্রিত বুমরাহ।
১৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ১০ আর আজিঙ্কা রাহানে ৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৬
এমআরপি