ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আরাফাত সানি অ্যাকশন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন আহমেদের সঙ্গেই। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে এ দুই বোলারের পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর।
৫ সেপ্টেম্বর ব্রিসবেনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। এ দুই বোলারের সঙ্গে যেতে পারেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। সানির চেয়ে তাসকিনের বোলিংয়ে ত্রুটি কম থাকায় সবাই আশা করছে তাসকিনের বোলিং নিয়ে কোনো সমস্যই হবে না।
আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। তবে নিজের বোলিং অ্যাকশনের উন্নতিতে ঠিকই আস্থা রাখছেন আরফাত সানি, ‘আমার যেই সমস্যা ছিল সেটা নিয়ে কাজ করছি। আমার ল্যান্ডিং নিয়ে। ল্যান্ডিংটা স্ট্রেইট হত এখন প্যারালাল হচ্ছে। ওটা যদি ঠিকমত করতে পারি ইনশাআল্লাহ আমার বোলিং অ্যাকশন আগের মত ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস আছে, আমি বেশ আত্মবিশ্বাসী… আমি এখানে একা না এর আগেও অনেক বোলার এরকম জিনিস ফেস করছে। সবাই কিন্তু আল্লাহর রহমতে কাম ব্যাক করেছে। আমিও সেভাবে কামব্যাক করবো খুবই স্ট্রংলি। ’
বিশ্বকাপের পর স্পিন কোচ রুয়ান কালপাগে ছুটিতে গিয়ে দেশে না ফিরলেও তার সঙ্গে যোগাযোগ করে কাজ করে গেছেন সানি। বোলিংয়ের ভিডিও ক্লিপ পাঠিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিয়েছে জাতীয় দলের সাবেক এ স্পিন কোচের কাছ থেকে। এটি থেকেও কিছুটা আত্মবিশ্বাস সঞ্চার করেছেন সানি, ‘ওর সাথে আগে আমি কাজ করেছি। আমার বোলিং ভিডিওর ক্লিপগুলো ওকে সেন্ড করতাম। সেগুলো দেখে ও পরামর্শ দিত কোন কোন জায়গায় ঘাটতি ছিল। ওর সঙ্গে আমার যোগাযোগ সব সময় ছিল। হয়ত কেউ বুঝতে পারত না আবার আমিও কাউকে বলিনি। আমার মনে হয় আমি আমার কাজটা নিজে নিজে ভালোমত করতে পারছি। হ্যাঁ ও যদি কাছে থাকত অথবা ওর চলে যাওয়ার পর কেউ থাকত তাহলে আমার জন্যে অনেক হেল্পফুল হত। তারপরও আমার সব ঠিক ছিল। এখানে আমার বোলিং ভিডিও অ্যানালাইস হয়েছে। যারা করছে ওরা আমাকে পরামর্শ দিয়েছে। নাসু ভাই, সালাউদ্দিন ভাই আমাদের পরামর্শ দিয়েছে। ’
ব্রিসবেনে পরীক্ষা দেয়ার আগে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিয়েছেন সানি। এ কমিটির বিশেষজ্ঞদের মন্তব্য আত্মবিশ্বাস যোগাচ্ছে এ স্পিনারকে, ‘যেই পরীক্ষা দিয়েছি ওনাদের কথায় আমি আত্মবিশ্বাসী হয়েছি। আমার অ্যাকশন আগের থেকে অনেক বেটার হয়েছে। স্কিল অনুশীলনে কোচও দেখে বলেছে যে অনেক বেটার হচ্ছে অ্যাকশন। এতদিন একটা অ্যাকশনে বোলিং করছি তাই একটু তো ঘাটতি থাকবেই। নতুনটা রেগুলার করলে অবশ্যই সেটা ওভারকাম করে আসতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস