ঢাকা: বাংলাদেশ সফরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যে সবুজ সংকেত দিয়েছে। তবে সফর করার ব্যাপারে প্রতিটি ক্রিকেটারের ব্যক্তিগত মতামত গ্রহণযোগ্য হবে।
গত ১১ বছর ধরে ইংল্যান্ড দলে খেলছেন প্লাঙ্কেট। তবে অনিয়মিত হলেও কয়েকবছর ধরে ওয়ানডে দলে এই পেসার প্রায় নিয়মিত। আর বাংলাদেশ সফরেও তার সিমীত ওভারের সিরিজে থাকার সম্ভাবনা রয়েছে। ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি এটাও জানান, তার বেশ কিছু প্রশ্ন করার আছে।
ইংল্যান্ড বর্তমানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে। কিছু দিনের মধ্যেই বাংলাদেশ সফরের দল ঘোষণা হতে পারে। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের কথা রয়েছে ইংল্যান্ড দলের।
এ প্রসঙ্গে প্লাঙ্কেট বলেন, ‘আমরা বোর্ডের সঙ্গে একটা আলোচনা করেছিলাম। আমার রেগের ওপর বিশ্বাস আছে। বাংলাদেশে যাওয়ার ব্যাপারে চলমান সিরিজের (পাকিস্তান) পরই ভেবে দেখবো। পাশাপাশি আমার পরিবারের সঙ্গে আলোচনা করেই সফরের সিদ্ধান্ত নিতে হবে। ’
২০১০ সালে ইংল্যান্ডের সর্বশেষ বাংলাদেশ সফরে থাকা প্লাঙ্কেট আরও বলেন, ‘আমি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানি। আমার উপমহাদেশেও বেশ কয়েকবার সফরের অভিজ্ঞতা আছে। তবে পূর্ণ সিদ্ধান্তের আগে আমার আরও কিছু প্রশ্ন করার আছে। ’
গত জুলাইয়ে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড সিরিজ নিয়ে আশঙ্কা জাগে। তবে ইসিবি নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্তা পর্যাবেক্ষণ করে সফরের ব্যাপারে আশ্বাস দেন।
এর আগে গত বছর নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। পরবর্তীতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে যুব বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড দল।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৬
এমএমএস