ঢাকা: আঙ্গুলে চোট পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিমীত ওভারের সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ। ডাম্বুলায় দু’দলের তৃতীয় ওয়ানডেতে অজিদের জয়ের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান মার্শ।
মার্শের ইনজুরিতে বাকি দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য অজি দলে থাকছেন উসমান খাজা। যদিও এ সফরে খাজা এখন পর্যন্ত রঙ্গিন পোশাকে কোনো ম্যাচ খেলেননি। তবে মার্শের অনুপস্থিতিতে বুধবার চতুর্থ ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন তিনি।
গত মাসে সফরকারীদের ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা পর বর্তমানে বেশ পরিবর্তন এসেছে। ১৬তম সদস্য হিসেবে যোগ হয়েছেন ব্যাটসম্যান টারভিস হেড। আর ব্যস্ত সময় কাটানো মিচেল মার্শকে আগেই বিশ্রামের জন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথকেও আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে। পাশাপাশি ইনজুরির কারণে ছিটকে গেছেন ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইল। এর আগে টি-২০ দলের জন্য লঙ্কায় ইতোমধ্যে সফর করা ফাস্ট বোলার জন হ্যাস্টিং ও স্কট বোল্যান্ড বাকি ওয়ানডে ম্যাচগুলোতে খেলতে পারেন। হ্যাস্টিং ডাম্বুলায় তৃতীয় ওয়ানডেতে খেলেছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৬
এমএমএস