ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি ম্যাল লোয়ি-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ভালো জেনেই ইংল্যান্ড ক্রিকেট দলকে সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইসিবি। আর বোর্ডের এমন সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেন সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ম্যাল লোয়ি।

তিনি জানান, বর্তমানে যদি ক্রিকেটার হতেন তবে তিনিও সফরটি করতেন।

৪৩ বছর বয়সী লোয়ি খেলোয়াড়ি জীবনের পর কোচিং ক্যারিয়ারে ব্যস্ত হন। এরই অংশ হিসেবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের হেড কোচও ছিলেন তিনি। আর ইসিবি নিরাপত্তা দলের ওপর আস্থা রেখে বলেন, ‘ইসিবি নিরাপত্তা দল পূর্বে অনেক ভালো কাজ করেছে। ’

গত জুলাইয়ে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ড সিরিজ নিয়ে আশঙ্কা জাগে। তবে ইসিবি নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্তা পর্যাবেক্ষণ করে সফরের ব্যাপারে আশ্বাস দেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সাতটি ওয়ানডে খেলা লোয়ি আরও বলেন, ‘এখন সব সময়ই শঙ্কা কাজ করে। আমি বলছি না কিছুই হবে না। কারণ প্যারিস, লন্ডন ও ম্যানচেস্টারের মতো জায়গাও সুরক্ষিত না। আর আমি এই দলের সঙ্গে থাকলে অবশ্যই সফর করতাম। ’

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।