ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেটকার্নিভাল’ শুরুর আগেই মোহাম্মদ রফিক বাংলানিউজকে জানিয়েছিলেন মাঠে নেমে সিরিয়াস ক্রিকেটই খেলবেন। কার্নিভালের উদ্বোধনী ম্যাচেই মিললো সে কথার প্রমাণ।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে কনফিডেন্স ঢাকা মেট্রাকে ৮ উইকেটের জয় উপহার দিলেন জাতীয় দলের সাবেক এ অলরাউন্ডার।

রফিকের ৮ বলে ২২ রানের ঝড়ো ইনিংসে উদ্বোধনী ম্যাচে হার মানতে হলো খালেদ মাসুদ পাইলটের দল রেনেসা রাজশাহীকে। দুটি চারের পর দুটি ছক্কা হাঁকিয়ে জয় সহজ করে দেন রফিক। বল হাতে ২ ওভারে ৮ রান দিয়ে একটি উইকেট নেয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে রফিকের হাতেই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রফিক জানান, ‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা। বয়স হয়েছে তাই বলে বেসিক তো ভুলে যাইনি। এরকম টুর্নামেন্ট প্রতিটি জেলায় যদি আয়োজন করা যেত, তাহলে ভালো হতো। আমি আয়োজক ও স্পন্সরদের অনুরোধ করবো এ জাতীয় টুর্নামেন্ট যেন নিয়মিত আয়োজন করা হয়। ’

ফাইনালের আগে কার্নিভালের প্রতিটি ম্যাচ ১৬ ওভার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ৮ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। ৫১ রানের ছোট টার্গেট ৪.৫ ওভারে পৌঁছে যায় কনফিডেন্স ঢাকা মেট্রো। মনিরুজ্জামান করেন সর্বোচ্চ ২৩ রান।

আলমগীর কবির ও মুশফিকুর রহমান বাবু একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫০ রান করে রেনেসা রাজশাহী। হান্নান সরকার ১৯ ও রফিকুল ইসলামের ব্যাট থেকে আসে ১৮ রান।

মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন ও আহমেদ তিমির একটি করে উইকেট নেন।

আগামীকাল শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ।
** সাবেকদের মাঠের লড়াই শুরু
** এক কথায় ‘অপূর্ব’
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির
**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।