ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

সেমিফাইনালে ঢাকা ও খুলনা বিভাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
সেমিফাইনালে ঢাকা ও খুলনা বিভাগ

কক্সবাজার থেকে: লঙ্কা-বাংলা অলস্টারস ও কনফিডেন্স ঢাকা মেট্রোর পর সাবেকদের নিয়ে চলমান মাস্টার্স ক্রিকেট কার্নিভালে সেমিফাইনাল নিশ্চিত করলো জেবি গ্রুপ ঢাকা বিভাগ ও জেমকন গ্রুপ খুলনা বিভাগ।

আগামীকাল সকাল ৯টায় কার্নিভালের সেমিফাইনাল মাঠে গড়াবে।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা মেট্রোর মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ খুলনা বিভাগ। অপর সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগের মুখোমুখি হবে অলস্টারস।

দুই ম্যাচের দুটিতেই হারায় আসর থেকে বিদায় নিয়েছে ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স ও রেনেসা রাজশাহী।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে হারের ফলে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল থেকে ছিটকে পড়ে খালেদ মাসুদ পাইলটের রাজশাহী রেনেসাঁ। রাজশাহীর হারের ফলে অলস্টারসের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয় গ্রুপের অপর দল ঢাকা মেট্রোর। গতকাল আসরের উদ্বোধনী ম্যাচে ঢাকা মেট্রোর কাছে ৮ উইকেটে হার মানে পাইলটরা।

শুক্রবার একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় নাইমুর রহমান দুর্জয়ের ঢাকা বিভাগ। আকরাম খানের ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্সকে ২১ রানে হারিয়েছে তারা।

দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জেমকন গ্রুপ খুলনার বিপক্ষে ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স দ্বিতীয় ম্যাচে ২৫ রারে হেরে গেলে বিদায় নিশ্চিত হয় আকরাম খানের দলের। একই সময়ে মূল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অলস্টারসকে ৩৬ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রো।

** হেরে বিদায় নিল পাইলটের রাজশাহী
** দুর্জয়ের কাছে আকরামের হার
** ‘ক্রিকেট বয়সের নয়, বেসিকের খেলা’
** সাবেকদের মাঠের লড়াই শুরু
** এক কথায় ‘অপূর্ব’
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির
**সিরিয়াস ক্রিকেটই খেলবেন রফিক
**ক্রিকেট না হলে ফুটবল খেলবেন আকরাম
**এক সঙ্গে হওয়াটাই গুরুত্বপূর্ন: দূর্জয়
**সাবেকদের অপেক্ষায় কক্সবাজার

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।