ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন ইরফান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন ইরফান মোহাম্মদ ইরফান-ছবি:সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ইংল্যান্ডে চলমান পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচেই পাকিস্তান দলে ফিরেছিলেন দীর্ঘকায় এ বোলার।

তার পরিবর্তে দু’দলের একমাত্র টি-টোয়েন্টিতে খেলবেন হাসান আলী।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয় দু’পায়ের গোড়ালির ইনজুরির কারণে ছিটকে গেছেন ইরফান। তার ফিটনেস ঠিক করতে তাকে দেশে ন্যাশনাল অ্যাকাডেমিতে পাঠানো হবে।

এর আগে মোহাম্মদ হাফিজের ইনজুরিতে দলে সুযোগ পান ইরফান। আর ম্যাচে দারুণ শুরু করেছিলেন তিনি। পাঁচ ওভারের প্রথম স্পেলে তিনি তুলে নেন অ্যালেক্স হেলস ও জেসন রয়কে। পরবর্তীতে অধিনায়ক ইয়ন মরগানও তার বলে বেশ ভুগেন। কিন্তু ৪২তম ওভারে পরবর্তী স্পেলে এসেই ইনজুরিতে পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৪ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।