ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অশ্বিনের রাজত্ব পুনরুদ্ধার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
অশ্বিনের রাজত্ব পুনরুদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ার সেরা বোলিংয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশন পুনরুদ্ধার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের হোম টেস্ট সিরিজে এক কথায় দুর্বোধ্য ছিলেন ত্রিশ বছর বয়সী এ অফস্পিনার।

তৃতীয় টেস্টে (৮-১১ অক্টোবর) ৩২১ রানের জয়ে কিউদের হোয়াইটওয়াশ করে ভারত। রানের হিসেবে এটি তাদের দ্বিতীয় বৃহত্তম জয়। এর মধ্য দিয়ে পাকিস্তানকে হটিয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় টিম র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে আসে টিম ইন্ডিয়া। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হওয়ার পরই যেটি নিশ্চিত হয়েছিল।

একাই ১৩টি উইকেট তুলে নেন অশ্বিন। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তিন ম্যাচে দখল করেন ২৭টি উইকেট। ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও ওঠে অশ্বিনের হাতে।

এই ম্যাচটির আগে র‌্যাংকিংয়ে তিন নম্বরে ছিলেন অশ্বিন। দুর্দান্ত বোলিংয়ে দুই ধাপ এগিয়ে হারানো অবস্থান ফিরে পেলেন ভারতের ‘স্পিন অস্ত্র’। বলা বাহুল্য, ৩৯ টেস্ট শেষে আর কোনো বোলারেরই তার সমান সংখ্যক উইকেট নেই (২২০টি)।

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে ২০১৫ সাল শেষ করেছিলেন অশ্বিন। চলতি বছরের জুলাইয়েও ছিলেন সবার উপরে। এখন আবারো ধরাছোঁয়ার বাইরে। যেভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন তাতে দীর্ঘ সময়ের জন্যই কী সেরার আসনটি অশ্বিনের দখলে থাকছে! দুইয়ে নেমে যাওয়া ডেল স্টেইনের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য ২২।

টেস্টের সেরা দশ বোলার:
১। রবিচন্দ্রন অশ্বিন (+২, ৯০০ রেটিং পয়েন্ট)।
২। ডেল স্টেইন (-১, ৮৭৮)।
৩। জেমস অ্যান্ডারসন (-১, ৮৭০)।
৪। স্টুয়ার্ট ব্রড (৮৩৬)।
৫। রঙ্গনা হেরাথ (৮৩১)।
৬। ইয়াসির শাহ (+১, ৮০৬)।
৭। রবীন্দ্র জাদেজা (-১, ৮০৫)।
৮। মিচেল স্টার্ক (৭৯২)।
৯। নেইল ওয়াগনার (+১, ৭৩১)।
১০। ভারনন ফিল্যান্ডার (+১, ৭২৩)।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।