ঢাকা: বল হাতে ২২ গজে সমান দাপট দেখাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। এ ম্যাচের আগে সবশেষ পাঁচ ম্যাচে মাশরাফি নিয়েছেন ১০ উইকেট, সাকিবের দখলে ৯টি।
এ দুই অভিজ্ঞ বোলার ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দলকে উপহার দিচ্ছেন দারুণ সব জয়। অর্জনের পথে ব্যক্তিগত কীর্তিতে এ দুই বোলারের মধ্যে প্রতিযোগিতাও বাড়ছে।
ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারির লড়াইয়ে সাকিবকে টপকে গেলেন মাশরাফি। সাকিবের ১৬২ ম্যাচে উইকেট ২১৫টি।
এক উইকেট কম নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বল হাতে নেমে নিজের অষ্টম ওভারে জস বাটলারকে বোল্ড করে ম্যাচে ব্রেক থ্রু আনেন মাশরাফি। আর তাতেই সাকিবের সঙ্গে যৌথভাবে উইকেট দখলের লড়াইয়ে শীর্ষে উঠেন মাশরাফি। এরপর মঈন আলীকে ফিরিয়ে ১৬৬ ম্যাচে এ ডানহাতি পেসারের উইকেট দাঁড়ায় ২১৬টি।
মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে (৯ অক্টোবর) ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাশরাফি। তার আগে ব্যাট হাতেও ঝড় তোলেন। দুই চার ও তিন ছক্কায় ২৯ বলে ৪৪ রান করে দলকে ২৩৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। ৩৪ রানের জয় পায় টাইগাররা।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি