ঢাকা: নতুন যুগের অস্ট্রেলিয়া বড় এক ধাক্কাই খেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়লো দলটি।
প্রোটিয়াদের করা ৩২৭ রানের জবাবে ৪৮.২ ওভারে ২৯৬ করতেই সবকটি উইকেট খোয়ায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
পাঁচ ম্যাচের সিরিজের নিজেদের ইতিহাসে প্রথমবার হোয়াইটওয়াশ হলো অজিরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সবকটিতে হেরেছিল দলটি। আর সফরকারীদের প্রথমবার হোয়াইটওয়াশ করলো দ.আফ্রিকা। এর আগে তারা অজিদের পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল।
কেপটাউনে বুধবারের ম্যাচে স্বাগতিকদের দেওয়া বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। দলীয় ৭২ রানে ভাঙে উদ্বোধনী জুটির অ্যারন ফিঞ্চ। এর পর অবশ্য প্রোটিয়া বোলারদের রাজত্য শুরু হয়। পর পর দুই বলে বোল্ড করে অধিনায়ক স্মিথ ও জর্জ বেইলিকে ফেরত পাঠান স্পিনার ইমরান তাহির।
উইকেটে যখন অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, অপরপ্রান্তে লড়াইটা একাই চালিয়ে যান ওপেনার ওয়ার্নার। চলমান সিরিজের দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। মাঝে সমান ৩৫ রানে আউট হওয়া মিচেল মার্শ ও টারভিস হেডের সঙ্গে জুটি গড়ে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচানোর চেষ্টা করেন।
তবে তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৩৬ বলে ২৪ চারে ১৭৩ করে রান আউটের শিকার হলে দলের জয়ে ভূমিকা রাখা হয়নি বাঁহাতি ব্যাটসম্যান ওয়ার্নারের। স্বাগতিক বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও তাহির।
টসে জিতে এর আগে ব্যাটিংয়ে নেমে রাইলে রুশোর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩২৭ রান করে দ.আফ্রিকা। ১১৮ বলে ১৪ চার ও দুই ছক্কায় ১২২ করে আউট হন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন জেপি ডুমিনি। অজি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান ক্রিস টারমেইন ও জো মেনি। আর দুটি উইকেট দখল করেন স্কট বোল্যান্ড।
ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার আর সিরিজ সেরার পুরস্কার ওঠে রুশোর হাতে।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস