ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় ওডিআই দলে বাদ পড়লেন পোলার্ড-রামদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ক্যারিবীয় ওডিআই দলে বাদ পড়লেন পোলার্ড-রামদিন ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন কাইরন পোলার্ড ও দিনেশ রামদিন। আগামী মাসে শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের মাটিতে ত্রি-দেশীয় সিরিজের দল থেকে বাদ পড়লেন তারা।

এমনটি নিশ্চিত করেন ক্যারিবীয় নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউন।

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিমীত ওভারের সিরিজে বাজে পারর্ফম করেন পোলার্ড ও রামদিন। তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবীয়দের হয়ে পোলার্ড করেন মাত্র ৪৩ রান। দুই ওভার বল করে ছিলেন উইকেট শূন্য। এছাড়া ৩-০তে হোয়াইটওয়াশ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডানহাতি পোলার্ড করেন ১৪ গড়ে ৪২ রান।

অপরদিকে ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া রামদিন তিন ম্যাচে করেন ৭৯ রান। তবে টি-২০ সিরিজে ছিলেন না তিনি। এর আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে বাদ দেওয়া হয় তাকে। যদিও তার নেতৃত্বেই ঘরের মাঠে ১৮ মাস আগে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছিল দলটি।

আগের নির্বাচক চেয়ারম্যান ক্লাইভ লয়েডের পর দায়িত্ব নেওয়া ব্রাউন এখন পর্যন্ত বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে ক্যারিবীয়দের দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামিকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজ দল:
সুলেমান বেন, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার (অধিনায়ক), শাহি হোপ, অ্যালজারি য়োষেফ এভিন লুইস, সুনিল নারাইন, অ্যাশলে নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।