ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের নেতৃত্বে ইংলিশদের বিপক্ষে নামবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
সাব্বিরের নেতৃত্বে ইংলিশদের বিপক্ষে নামবে বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয়ে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রস্তুতি।

মূল সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে দুইটি দুই দিনের ম্যাচ খেলবে ইংলিশরা।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। প্রথম ম্যাচে অধিনায়কত্ব করবেন সাব্বির রহমান। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের অধিনায়ক সৌম্য সরকার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত শনিবার (০৮ অক্টোবর) দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের আলাদা দল ঘোষণা করে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে বিসিবি একাদশে।  

আগামীকাল থেকে (শুক্রবার ও শনিবার ১৪-১৫ অক্টোবর) প্রথম প্রস্তুতি ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ ১৬-১৭ অক্টোবর। ২০ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

দুটি প্রস্তুতি ম্যাচ শেষে মুশফিকুর রহিমের নেতৃত্বে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় ১৮ মাস পর সাদা পোশাকে মাঠে নামবে টাইগাররা।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। তবে, টেস্টের জন্য নির্বাচকরা তাকে ডাকতে পারেন। এ কারণেই সফরকারীদের বিপক্ষে তাকে প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। দুই ম্যাচের স্কোয়াডে আছেন ওয়ানডেতে বাজে সময় কাটানো সৌম্য সরকার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ক নাজমুল হাসান শান্ত রয়েছেন দুটি প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে। প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে না রাখলেও দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের নেতৃত্বে খেলবেন তিনি।

এদিকে, ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত আছেন দুটি প্রস্তুতি ম্যাচের দলে। গত মৌসুমে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এছাড়া, দুই ম্যাচেই দেখা যাবে সাদমান ইসলামকে। ব্যাট হাতে দুই ম্যাচেই থাকবেন নুরুল হাসান সোহান। বাংলাদেশের হয়ে হয়তো অভিষেকটাও হয়ে যেতে পারে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের। সম্প্রতি জাতীয় লিগে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন সোহান।

দুই ম্যাচের স্কোয়াডেই রয়েছেন বাংলাদেশের নতুন পেসার এবাদত হোসেন। শুভাগত হোম রয়েছেন কালকের ম্যাচের স্কোয়াডে। আবু হায়দার রনি দ্বিতীয় ম্যাচে থাকলেও প্রথম ম্যাচে বল হাতে নেতৃত্ব দিতে দেখা যাবে রুবেল হোসেন আর কামরুল ইসলাম রাব্বিকে। টেস্টের স্কোয়াডে ফিরতে পারেন রুবেল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে আল আমিন হোসেনকে।

প্রথম ম্যাচের বিসিবি দল: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।

দ্বিতীয় ম্যাচের বিসিবি দল: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হাসান শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশিষ রায়, এবাদত হোসেন, সাদমান ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।