ঢাকা: নিজেদের টেস্ট ইতিহাসের ৪০০তম ম্যাচ খেলছে পাকিস্তান। দুবাইতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শাসন করছেন আজহার আলী।
এটি আজহারের ৫০তম টেস্ট। ডে-নাইট ম্যাচটিতে শতক হাঁকিয়ে স্বদেশী সাবেক তারকা মোহাম্মদ ইউসুফের পাশে নাম লেখান ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।
পাকিস্তানের জার্সিতে প্রথম ৫০টি ম্যাচে আজহারের চেয়ে অধিক সেঞ্চুরির মালিক দু’জন। প্রয়াত মোহাম্মদ হানিফ ও ইউনিস খান। এর আগে নিজের ৫০তম টেস্টে এসে ১১ নম্বর শতকের দেখা পেয়েছিলেন ইউসুফ।
শুধু তাই নয়, সামি আসলামকে (৯০) সঙ্গে নিয়ে পার্টনারশিপের রেকর্ডও গড়েন আজহার। দু’জন মিলে স্কোরবোর্ডে তোলেন ২১৫ রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।
সব মিলিয়ে প্রথম ইনিংসে দেড়শ’র অধিক রানের পরিসংখ্যানে বিগত পঞ্চাশ বছরে এটি পাকিস্তানি ওপেনারদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। দু’বছর আগে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের পার্টনারশিপ করেছিলেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমআরএম