ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্যের টেস্ট মেজাজ, বোলিংয়ে চমক সাব্বিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
সৌম্যের টেস্ট মেজাজ, বোলিংয়ে চমক সাব্বিরের ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: সৌম্য সরকার মানেই মারকাটারি ব্যাটিং। সৌম্য সরকার মানেই ১০০ এর উপর স্টাইক রেট।

সেই সৌম্য সরকারই শনিবার প্রস্তুতি ম্যাচে ৯৬ বল খেলে ৩৪ রান করে সাজঘরে ফিরলেন স্বেচ্ছায় ‘অবসর’ নিয়ে। তার আগে উইকেটে পড়ে ছিলেন টানা ১১৪ মিনিট।

এর আগে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজটা একেবারেই ভালো কাটেনি সৌম্যের। তিন ম্যাচ খেলে সর্বসাকুল্যে করেছিলেন ৩১ রান। এরপর ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ডের সঙ্গে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচেও ৭ রান করে ফিরেছেন সাজঘরে। তার রেশ ধরে অভিষেকের পর প্রথমবারের মতো ওয়ানডে দল থেকে পড়েন বাদ। তাই সৌম্য ভালো করেই জানেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেতে হলে প্রস্ততি ম্যাচে ভালো কিছু করতেই হবে।

শনিবার তারই যেনো একটা প্রদর্শনী হয়ে গেল এম এ আজিজ স্টেডিয়ামে। শাহরিয়ার নাফিসকে নিয়ে ওপেনিংয়ে নেমে খেলেছেন টেস্টময় ইনিংস। শাহরিয়ার নাফিস ৭৯ বল খেলে যেখানে ৫১ রান করলেন, সেখানে সৌম্য সরকার ৩৪ রান করতেই খেললেন ৯৬ বল। নির্ধারিত ৪৫ ওভারে ইংল্যান্ডের করা ১৩৬ রানের বিপরীতে বাংলাদেশ ৪৪ ওভারে ১৩৬ রান তুলে মাঠ ছাড়ে।  

শাহরিয়ার নাফিস ও সৌম্য সরকার যথাক্রমে ৫১ ও ৩৪ রান করে স্বেচ্ছায় অবসরে যান। পরে সাব্বির রহমান ৩০ রান করে গ্যারেথ বেটির বলে এলবি’র ফাঁদে এবং একই বোলারের বলে মোসাদ্দেক হোসেন শূন্য রানে আউট হলেও নাজমুল হোসেন শান্ত ১৭ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের পক্ষে গ্যারেথ বেটি ছাড়া বাকি ছয় বোলার হাত ঘুরিয়েও বাংলাদেশের একটা উইকেটও তুলতে পারেননি।

প্রথম ইনিংসে বোলিংয়ে চমক দেখিয়েছেন সাব্বির রহমান। ২৯ ওয়ানডে খেলে ফেলা সাব্বির রহমানের সংগ্রহে আছে মাত্র ২ উইকেট। আজ ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ৯ ওভারেই নিজেই নিজেকে যেনো ছাড়িয়ে গেলেন সাব্বির। ২৭ রান দিয়ে বিসিবি একাদশের অধিনায়ক নিলেন তিন উইকেট। ইংল্যান্ডের উইকেট পড়েছে ওই তিনটিই।
 
ক্যারিয়ারের শুরুর দিকে লেগস্পিনটা প্রায়ই করতেন সাব্বির রহমান। তবে জাতীয় দলে আসার পর সাব্বিরের মূল পরিচয় ব্যাটসম্যান হিসেবেই। সেই সাব্বিরই প্রস্তুতি ম্যাচে বাজিমাত করলেন বোলিংয়ে।

ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাব্বির। তবে প্রথম ওভারে সুবিধা করতে পারেননি। ওই ওভারে দিয়ে বসেন ১১ রান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারেও বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ইনিংসের ১৯তম ওভার অর্থাৎ নিজের তৃতীয় ওভারে মাত্র দুই রান দিয়ে এলবির ফাঁদে ফেলেন ইংল্যান্ড দলের প্রধান ব্যাটসম্যান জো রুটকে। পরে তুলে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই জুনিয়র জিওফ বয়কট বলে পরিচিত পাওয়া হাসিব হামিদ ও মঈন আলীকে।

ইনিংসে বিসিবি একাদশের হয়ে মোট আটজন বোলার হাত ঘুরালেও উইকেট পেয়েছেন ওই সাব্বিরই।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তারা নির্ধারিত ৪৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে। ওয়ানডে সিরিজের মতো প্রস্তুতি ম্যাচেও রানের ধারায় ছিলেন বাংলাদেশেই অভিষিক্ত বেন ডাকেট। তিনি ওয়ানডে মেজাজে ৬৩ বলে ৫৯ রান করে স্বেচ্চায় অবসরে যান। অন্যদিকে টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ব্যাটসম্যান হাসিব হামিদ ছিলেন বেশ সতর্ক। ৫৬ বল খেলে মাত্র ১৬ রান করে নুরুল হাসানকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এছাড়া অন্যদের মধ্যে জো রুট ২, মঈন আলী ২৪, গ্যারি ব্যালেন্স ২৭ এবং জনি বেয়ারস্টো ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এই প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানের নেতৃত্বে বিসিবি একাদশের পক্ষে খেলেছেন সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল হাসান রাব্বি, আবু জাহেদ রাহি ও এবাদত হোসেন।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে খেলেছেন জো রুট, মঈন আলী, জাফর আনসারি, জনি বাইরোস্ট, গ্যারি ব্যালেন্স, জেক বল, গ্যারেথ বেটি, স্টুয়ার্ড ব্রড, বেন ডাককেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ ও আদিল রশিদ।
 
শুক্রবার সকাল ১০টা থেকে এই প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২০ অক্টোবর থেকে টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।