ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বিপজ্জনক’ বাংলাদেশকে সমীহ ব্রডের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
‘বিপজ্জনক’ বাংলাদেশকে সমীহ ব্রডের ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ঘরের মাটিতে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল উল্লেখ করে ইংলিশ অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড জানালেন, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন ব্রিলিয়ান্ট ক্রিকেটার রয়েছে। তাদের দুর্দান্ত রেকর্ডও রয়েছে।

আমরা জানি আমাদের জন্য বড় সিরিজ অপেক্ষা করছে। ’

শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ব্রড। সেখানেই তিনি এমন মন্তব্য করেন।

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা বের করতে তাদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে নেবেন জানিয়ে ব্রড বলেন, ‘টেস্ট সিরিজ শুরু হতে আরও দেরি আছে। আমরা প্রস্তুতি ম্যাচ খেলে এবং বিশ্লেষণ করে তাদের দুর্বলতা খুঁজে বের করবো। সেই অনুসারেই তাদের বল করবো। ’

টেস্ট জিততে প্রথম ইনিংসকে গুরুত্ব দিচ্ছেন ক্রিস ব্রড পুত্র। তিনি জানান, ‘প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে ভালো করা গেলে টেস্ট জেতাটা সহজ হয়ে যায়। তাই আমরা প্রথম ইনিংসে বেশি গুরুত্বারোপ করছি। ’

ইংল্যান্ড দল প্রস্তুত হয়েই মাঠে নামবেন উল্লেখ করে ব্রড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো আমরা কাজে লাগাতে চাই। এখানে ভুলক্রুটি শুধরাতে চাই। তারপর পুরোপুরি প্রস্তুত হয়েই টেস্ট সিরিজ শুরু করবো। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।