ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাজিদের ব্যাটে দারুণ শুরু বিসিবি’র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মাজিদের ব্যাটে দারুণ শুরু বিসিবি’র ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম থেকে: আব্দুল মাজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালো করলো বিসিবি একাদশ। ‘লাঞ্চ’ বিরতির আগে ১ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে স্বাগতিক ব্যাটসম্যানরা।

যেখানে ৯২ রানে অপরাজিত আছেন ওপেনার হিসেবে খেলতে নামা মাজিদ।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বিসিবি। ওপেনিংয়ে অধিনায়ক সৌম্য সরকারকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মাজিদ। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো কিছুর ইঙ্গিত দেওয়া সৌম্য মাত্র ৪ রানে ক্রিস ওকসের শিকার হন।

পরে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন নাজমুল হাসান শান্ত। আর মাজিদের সঙ্গে দারুণ এক জুটি গড়ে ৭৬ রানে অবিছিন্ন থাকেন তিনি। এই জুটি হতাশ করেন স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও বেন স্টোকসের মতো তারকা বোলারদের।

ডানহাতি ব্যাটসম্যান মাজিদ এদিন বেশ আক্রমণাত্মকই খেলেন। ৮৬ বলে ১৪ চার ও এক ছক্কায় ৯২ রানে অপরাজিত আছেন তিনি। অপরপ্রান্তে ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শান্ত।

এ ম্যাচে দু’দলে ১৩ জন করে ক্রিকেটার খেলছেন। (১১ ব্যাটিং, ১১ বোলিং)।

বিসিবি দল: আব্দুল মাজিদ, সৌম্য সরকার (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানভির হায়দার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), আবু হায়দার, সুবাশিস রায়, সাদমান ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মুমিনুল হক।

ইংল্যান্ড দল: হাসিব হামিদ, বেন ডাকেট, জো রুট (অধিনায়ক), গ্যারি ব্যালেন্স, মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জাফর আনসারি, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, বেন স্টোকস, ক্রিস ওকস ও জস বাটলার।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।