ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়ালো বিএসজেসি মিডিয়া ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মাঠে গড়ালো বিএসজেসি মিডিয়া ক্রিকেট ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬। উদ্বোধনী ম্যাচে চ্যানেল আইয়ের মুখোমুখি হয়েছে সংবাদ প্রতিদিন।

ম্যাচ শুরুর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। কাজটা খুবই কঠিন। একই কাজ তাদের বার বার করে যেতে হয়। অবসাদ কাটিয়ে নেয়ার জন্য বিনোদন, ক্রীড়া খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট  তাদের কর্মক্ষমতা আরও এগিয়ে নেবে। ’

তিনি আরও বলেন, ‘ক্রীড়ার মাঝে আমরা আমাদের পরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরছি। ক্রীড়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেলোয়াড়দের তেমন কোনো সুযোগ-সুবিধা দিতে পারছি না। কিন্তু তারা আমাদের দেশকে গর্ব করার মতো সাফল্য এনে দিচ্ছে। ’ 

৬ দিনব্যাপী এ আসরে দেশের স্বনামধন্য ২৪টি মিডিয়া হাউজ খেলবে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ১০টি ইলেকট্রনিকস মিডিয়া, ১১টি প্রিন্ট মিডিয়া ও ৩টি অনলাইন নিউজ পোর্টাল।

এ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম প্রথম পর্বে খেলবে চ্যানেল আই ও সংবাদ প্রতিদিনের বিপক্ষে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (সোমবার, ১৭ অক্টোবর) দুপুর ১২টায় বাংলানিউজ তাদের প্রথম ম্যাচ খেলবে সংবাদ প্রতিদিনের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।