ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজও কথা বললো শান্ত’র ব্যাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আজও কথা বললো শান্ত’র ব্যাট নাজমুল হোসেন শান্ত-ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ভবিষ্যত বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ ভাবা হচ্ছে তাকে। তার ব্যাটে ভর করে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

তিনি নাজমুল হোসেন শান্ত। তার ব্যাট কথা বলেই চলেছে।

চলতি ইংল্যান্ড সফরে সফরকারীদের বিপক্ষে হওয়া তিনটি প্রস্তুতি ম্যাচেই বিসিবি একাদশের হয়ে তিন নম্বরে ব্যাটিয়ে নেমেছেন শান্ত। ওয়ানডে সিরিজের আগে ৪ অক্টোবর ফতুল্লায় হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৩৬ রান ।

টেস্ট সিরিজ শুরুর আগে শনিবার এম এ আজিজে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে ১৭ রান করে অপরাজিত ছিলেন। রোববার ছাড়িয়ে গেলেন সবকিছুকে। তিন নম্বরে নেমে ১৩০ বলে ৯ টি চারের সহায়তায় করেছেন ৭২ রান। তার চেয়ে বড় কথা উইকেটে ছিলেন প্র্রায় তিন ঘণ্টার উপর (১৮২ মিনিট)।
 
ইনিংসটি আরও বড় করতে না পারায় হতাশ দেখা গেছে শান্তকে। আউট শেষে সাজঘরে ফেরার সময় সেই হতাশা প্রকাশ দেখা গেছে তার বডিল্যাংগুয়েজে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।