ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াকারের সেরা পাকিস্তানি একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ওয়াকারের সেরা পাকিস্তানি একাদশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস তার সর্বকালের সেরা পাকিস্তানি একাদশের নাম ঘোষণা করেছেন। তবে এই দলে বর্তমান ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মাত্র দু’জন।

সেরা একাদশে বর্তমান তারকাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলনেতা ইমরান খানকে।

ওপেনিংয়ে রয়েছেন সদ্যই প্রয়াত হওয়া লিটল মাস্টার খ্যাত হানিফ মোহাম্মদ ও এক সময়কার স্টাইলিশ ব্যাটসম্যান সাঈদ আনোয়ার। টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে ইউনিসের সঙ্গে আছেন জাভেদ মিঁয়াদাদ ও ইনজামাম-উল-হক।

মিডলঅর্ডার ব্যাটিংয়ে আছেন মোহাম্মদ ইউসুফ, ইমরান খান ও সরফরাজ। দলে মূল পেসার হিসেবে রয়েছেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। আর একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির।

ওয়াকার ইউনিসের সর্বকালের সেরা পাকিস্তান টেস্ট একাদশ: হানিফ মোহাম্মদ, সাঈদ আনোয়ার, ইউনিস খান, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, ইমরান খান (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম, আবদুল কাদির, শোয়েব আখতার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।