ঢাকা: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৪ সদস্যের দলের অধিনায়ক হিসেবে থাকছেন মুশফিকুর রহিম।
সম্প্রতি ধারাবাহিকভাবে ভালো খেলা শাহরিয়ার নাফীসের জায়গা হয়নি প্রথম টেস্টের দলে। অটো চয়েজ হিসেবে আগে থেকেই নিশ্চিত ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস। টপঅর্ডারে ছিলেন মুমিনুল হক, মুশফিকুর রহিম। সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন অটো চয়েজ।
দলে জায়গা হয়নি জুবায়ের হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, নাসির হোসেন ও রুবেল হোসেনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্টে ছিলেন তারা।
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা।
দলে রয়েছেন সাব্বির আহমেদ রুম্মান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান। ১৪ সদস্যের দলে পেসার মাত্র দুজন। একাদশে তিন স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচকরা।
প্রথম টেস্টের স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির আহমেদ রুম্মান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান এবং সৌম্য সরকার।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৬
এমআরপি/ টিএইচ