ঢাকা: দশম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পুরো ইনিংস ব্যাটিং করার নজির গড়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম। রোববার (১৬ অক্টোবর) ধর্মশালায় ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে দলের ব্যাটিং বিপর্যয়ের বিপরীতে এক প্রান্ত আগলে রাখেন তিনি।
দলীয় ৬৫ রানের মধ্যে সাত উইকেট হারানো ব্ল্যাক ক্যাপসদের ১৯০ রানের সংগ্রহ এনে দেন লাথাম ও টেলএন্ডার টিম সাউদি। নবম উইকেটে ৭১ রানের পার্টনারশিপ গড়েন দু’জন। ছয়টি চার ও তিন ছক্কায় পেসার সাউদির ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫।
কিউইরা যখন ৪৩.৫ ওভারে অলআউট হয় তখন লাথামের নামের পাশে ৭৯। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে রেকর্ড-বুকে নাম লেখান ২৪ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
একদিনের ক্রিকেটে এর আগে ৯ জনের এমন কীর্তি ছিল। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে জাভেদ ওমর বেলিম এর সাক্ষী। হারারেতে ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে থেমে যায় টাইগারদের ইনিংস। ৮৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন জাভেদ ওমর।
১৯৯৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো পুরো ইনিংস ব্যাটিং করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন গ্রান্ট ফ্লাওয়ার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তার অপরাজিত ৮৪ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে ১৯২ রানে গুটিয়ে যায় ইংলিশরা।
পরের বছরই জিম্বাবুয়ের মাটিতে ১০৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন পাকিস্তানের সাবেক ব্যাটিং সেনসেশন সাঈদ আনোয়ার। এরপর এ কাতারে সামিল হন নিক নাইট, রিডলি জ্যাকবস, ড্যামিয়েন মার্টিন, হার্শের গিবস, অ্যালেক স্টুয়ার্ট, জাভেদ ওমর, আজহার আলী। সবশেষ নাম টম লাথাম।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমআরএম