ঢাকা: দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের ঘরে পা রাখলেন ইয়াসির শাহ। নিজের ১৭তম টেস্ট ম্যাচে এমন কীর্তি গড়েন ত্রিশ বছর বয়সী এ লেগস্পিনার।
টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ১০০টি টেস্ট উইকেটের রেকর্ডটি এখনো প্রয়াত সাবেক ইংলিশ পেসার জর্জ লোহম্যানের দখলেই। ক্যারিয়ারের ১৬তম টেস্টে তিনি উইকেট সংগ্রহে তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেছিলেন।
ইয়াসিরের আগে সমান ১৭টি টেস্ট খেলে একশ’ উইকেট তালিকায় রয়েছেন আরো তিনজন। এরা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ান চার্লি টার্নার, ইংল্যান্ডের সিডনি বার্নাস ও টার্নারের স্বদেশী চার্লি গ্রিমেত। তিনজনের কেউই বেঁচে নেই। লোহম্যান সহ প্রথম দু’জন ছিলেন ডানহাতি পেসার।
আর ইয়াসিরের মতোই লেগস্পিন বোলিংয়ের প্রতিপক্ষের ব্যাটসম্যানের সামনে মূর্তিমান আতঙ্ক ছিলেন গ্রিমেত। অজিদের জার্সিতে ৩৭ টেস্টে ২১৬টি উইকেট নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমআরএম