ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশুর ৮ উইকেটে লড়ছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
বিশুর ৮ উইকেটে লড়ছে ক্যারিবীয়রা ছবি:সংগৃহীত

ঢাকা: এক ইনিংসে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে ৮ উইকেট দখল করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশু। ডানহাতি এ লেগস্পিনারের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রান সবকটি উইকেট হারিয়েছে পাকিস্তান।

তবে ৩৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানে দুই উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষে করেছে ক্যারিবীয়রা। দলটিকে এখনও ২৫১ রান করতে হবে।

দুবাইয়ে তৃতীয় দিন শেষে ৩১৫ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিন আর ৪২ রান যোগ করতেই বাকি সব উইকেট হারায়। পাকিস্তানি বোলারদের মধ্যে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের ঘরে পা রাখলেন ইয়াসির শাহ। ডানহাতি এ লেগস্পিনারের এটি ১৭তম টেস্ট।

এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক বিশুর বোলিং তোপে বিপাকে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা। দলের হয়ে হাফসেঞ্চুরিও করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার সামি আসলাম। প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করা আজহার আরী মাত্র ২ রানে প্যাভিলিওনে ফেরেন। এদিন বিশুর ৮ উইকেটের ৪টিই ছিল সরাসরি বোল্ড।

এশিয়ার মাটিতে বিদেশি কোনো বোলারের এটিই সেরা ইনিংস। ১৩.৫ ওভারে ৪৯ রানে ৮ উইকেট দখল করে নেন বিশু।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার কার্লোস ব্র্যাথওয়েট ও লিওন জনসনের উইকেট হারায় ক্যারিবীয়রা। দুটি উইকেটই তুলে নেন মোহাম্মদ আমির। ৪৭ করেন জনসন। অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।