ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়মিত বোলার হতে চাই: সাব্বির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
নিয়মিত বোলার হতে চাই: সাব্বির ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এম এ আজিজ স্টেডিয়াম থেকে: ক্যারিয়ারের শুরুতে লেগস্পিনটা নিয়মিতই করতেন সাব্বির রহমান। কিন্তু জাতীয় দলে এসে সেই নিয়মিত’র জায়গায় বসে পড়ে অনিয়মিত শব্দটি।

ওয়ানডেতে ২ উইকেট আর টি-টোয়েন্টিতে ৬ উইকেটই তার উৎকৃষ্ঠ প্রমাণ। সাব্বির রহমানের তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিচিত ব্যাটসম্যান হিসেবেই।

সেই সাব্বির ইংল্যান্ডের বিপক্ষে শনিবার অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে বোলিং করে নেন তিন উইকেট। ইংল্যান্ডের ওই তিন উইকেটই তুলতে পেরেছিল বিসিবি একাদশ।

এ থেকে অনুমান করা যায় টেস্ট দলে সুযোগ পেলে লেগস্পিনটাও জমিয়ে করবেন সাব্বির রহমান। অন্যদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দল একজন বিশেষজ্ঞ লেগস্পিনারের অভাবে ভুগছিল। সাব্বিরকে দিয়ে হয়তো সেই অভাব কিছুটা হলেও লাঘব হবে।

সোমবার দুপুর পৌনে একটায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময়ে টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হলে সাব্বিরের কাছে জানতে চাওয়া হয় বোলিংয়েও কি নিয়মিত হবেন?

এমন প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন, ‘বোলিংয়ে আমি সবসময় এক্সাইটেড। নিয়মিত বোলার হতে চাই। টেস্টে সুযোগ পেলে ক্যাপ্টেনের চাওয়া ফুলফিল করার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিএইচ/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।