ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অসুস্থতা ‍কাটিয়ে দলে ফিরলেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
অসুস্থতা ‍কাটিয়ে দলে ফিরলেন ইউনিস খান ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থতাজনিত কারণে দুবাইয়ে চলমান ডে-নাইট টেস্ট মিস করছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে অভিজ্ঞ ইউনিস খানকে দলে যুক্ত করেছে পাকিস্তান।

এ সিরিজে এটিই একমাত্র পরিবর্তন। স্কোয়াডের সংখ্যা বেড়ে এখন ১৫ জনে দাঁড়িয়েছে।

গত মাসে মাত্রাতিরিক্ত ডেঙ্গু জ্বরে ভোগেন ইউনিস। পরে করাচি হাসপাতালে চিকিৎসা নেন ৩৮ বছর বয়সী এ ব্যাটিং জিনিয়াস। অসুস্থতার কারণেই পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফির প্রথম রাউন্ডে ছিটকে যান। পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে তাকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট।

আগামী ২১ অক্টোবর (শুক্রবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় খেলা শুরু হবে।

টেস্ট ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ রানস্কোরার ইউনিস। ১০৮ ম্যাচে তার সংগ্রহ ৯৪৫৬। ব্যাটিং গড় ৫৩.৭২। ত্রিশটি ফিফটির সঙ্গে রয়েছে ৩২টি সেঞ্চুরি। সবশেষ তিনি ২০১১ সালের মে মাসে একটি টেস্ট মিস করেছিলেন।

এরপর খেলেছেন টানা ৪১টি ম্যাচ। ৫৯.০৬ গড়ে করেছেন ৩৮৩৯ রান। গত আগস্টে ওভালে নিজের সবশেষ ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২১৮ রানে ঝলমলে ইনিংস উপহার দিয়েছিলেন ইউনিস। দশ উইকেটের জয়ে চার ম্যাচের সিরিজটি ২-২ সমতায় শেষ সফরকারীরা। এরই সুবাদে পরে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার গৌরব অর্জন করেছিল পাকিস্তান। যেটি এখন ভারতের দখলে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।