ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘চট্টগ্রাম টেস্টে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
‘চট্টগ্রাম টেস্টে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ১৪ মাস অপেক্ষার পর টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

দীর্ঘ বিরতির পর টেস্টে কেমন করে মুশফিকুর রহিমের দল সেটিই দেখার অপেক্ষা।

চট্টগ্রামের উইকেট এমনিতেই স্পিনবান্ধব। এ জন্য সিরিজের প্রথম টেস্টে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সোমবার (১৭ অক্টোবর) শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন তিনি।

অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্জাক বলেন, ‘চট্টগ্রামের উইকেট বরাবরই স্পিন সহায়ক। গরম বেশি পড়ায় পেসারদের চেয়ে স্পিনাররাই এগিয়ে থাকবে। স্কোয়াড দেখেই বোঝা যাচ্ছে দু’দলই স্পিনকে গুরুত্ব দিচ্ছে। চট্টগ্রাম টেস্টে স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে। ’

ইংল্যান্ডের দলে যেমন স্পিনারদের ছড়াছড়ি বাংলাদেশ দলেও তেমন। দুই বাঁহাতি স্পিনারের (সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম) সঙ্গে তিন অফস্পিনার (মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম)। পার্টটাইম লেগস্পিনার হিসেবে আছেন সাব্বির রহমান।

অপরদিকে দুই স্পিনার নিয়ে ওয়ানডে সিরিজে খেলা ইংল্যান্ড টেস্টে স্পিনে শক্তি বাড়িয়েছে। গ্যারেথ বেটি ও জাফর আনসারি যোগ দিয়েছেন আদিল রশিদ ও মঈন আলির সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।