ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি একাদশকে টপকাতে পারেনি ইংলিশরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
বিসিবি একাদশকে টপকাতে পারেনি ইংলিশরা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: জয়-পরাজয় নয়, ব্যাটিং-বোলিং অনুশীলনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের ২৯৪ রানের জবাবে অলআউট হওয়ার আগে সফরকারী ইংল্যান্ড একাদশ ২৫৬ রান সংগ্রহ করে।

এমএ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাটিং করা বিসিবি একাদশের হয়ে দুর্দান্ত শতক হাঁকান ওপেনার আবদুল মজিদ। ব্যাটিং প্রস্তুতিটা ভালো হয় অনূর্ধ্ব-১৯ দলের নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান আর মোসাদ্দেক হোসেনের।

৯৫ বলে ১৬টি চার আর একটি ছক্কায় ১০৬ রানের দারুণ ইনিংস খেলেন মজিদ। আরেক ওপেনার সৌম্য সরকার ৪ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা শান্তর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান। তার ১৩০ বলের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।

মুমিনুল হক ব্যক্তিগত ১ রানে বিদায় নিলেও ৪৭ রান করেন মোসাদ্দেক। আর নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৯ রান।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন জাফর আনসারি। দুটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড আর গ্যারেথ বেটি। একটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস এবং মঈন আলি। উইকেট পাননি স্টিভেন ফিন এবং বেন স্টোকস।

নিজেদের ব্যাটিংয়ে নেমে দুই ইংলিশ ওপেনার হাসিব হামিদ এবং বেন ডাকেট বেশ ভালো অনুশীলন সেরে নেন। হামিদ ৫৭ আর ডাকেট ৬০ রান করে স্বেচ্ছায় অবসরে যান। তিন নম্বরে নামা দলপতি জো রুট করেন ২৪ রান। ২৫ রান আসে বেন স্টোকসের ব্যাট থেকে। আর ৩৬ রান করে অপরাজিত থাকেন গ্যারি ব্যালান্স।

জস বাটলার ৪, জনি বেয়ারস্টো ৬ আর মঈন আলি করেন ১৫ রান। শেষ দিকে ক্রিস ওকস খেলেন ২৩ রানের ইনিংস। ৭৮.২ ওভার ব্যাট করে ২৫৬ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন তানভির হায়দার। একটি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ, সুভাষিশ রায় এবং মোসাদ্দেক হোসেন। উইকেট পাননি আল আমিন, এবাদত, আবু হায়দার এবং নাজমুল হোসেন শান্ত।

আগামী ২০ অক্টোবর মুশফিকুর রহিমের বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।