ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড ক্যাপেল সোমবার (১৭ অক্টোবর) থেকে কাজ শুরু করেছেন। সকাল থেকে দুপুর অবধি শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে জাহানারা-সালমাদের অনুশীলন করান এই ইংলিশ কোচ।
ক্যাপেলকে গত শনিবার (১৫ অক্টোবর) নিয়োগ দেয় বিসিবি। পরদিনই (১৬ অক্টোবর) ঢাকায় আসেন তিনি।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত জাহানারা আলম-সালমা খাতুনদের সঙ্গে কাজ করবেন ক্যাপেল। ২০১৭ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপ। বাংলাদেশের হয়ে ক্যাপেলের প্রথম অ্যাসাইনমেন্ট এটিই। আগামী মাসে এশিয়া কাপের পর্দা উঠবে থাইল্যান্ডে।
৫৩ বছর বয়সী ক্যাপেল এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে সফল হয়েছেন। তার সময়ে টানা সিরিজ জয়ের রেকর্ড গড়ে ইংলিশ নারী ক্রিকেটাররা।
ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্ট ও ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশম্যানের। পেস বোলিংয়ের পাশাপাশি মিডলঅর্ডারে ব্যাট করতেন ক্যাপেল।
গত ০১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হলে ফিরে যান বাংলাদেশ নারী দলের সাবেক কোচ চ্যাম্পিকা গামাগে। তার তিন মাস পর বিদেশি কোচ নিয়োগ দেয় বিসিবি। গেল সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরে নারী দলের কোচের দায়িত্বে ছিলেন সারোয়ার ইমরান।
বাংলাদেশ সময়:১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসকে/এমআরএম