ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্লার্কের দলে শচীন-লারা-পন্টিং-ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ক্লার্কের দলে শচীন-লারা-পন্টিং-ওয়ার্ন লারা-ওয়ার্ন-শচীন-ছবি:সংগৃহীত

ঢাকা: নিজের সেরা টেস্ট স্কোয়াড ঘোষণা করে ফেললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। যেখানে তিনি সতীর্থ থেকে শুরু করে রেখেছেন বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বীকে।

এই দলের অধিনায়ক করেছেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে।

 

দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ক্লার্কের দলে জায়গা পেয়েছেন দুই অজি ব্যাটসম্যান মাইকেল স্লেটার ও ম্যাথিউ হেইডেন। আর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে আছে যথারীতি রিকি পন্টিং।

টপ অর্ডারে নিয়মিত সদস্য লিটল মাস্টার শচীন টেন্ডুলকার আছেন চারে। যেখানে ক্রিকেটের বরপুত্র খ্যাত ব্রায়ান লারা পাঁচে রয়েছেন। আর এই দলে অলরাউন্ডার হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিস।

উইকেটরক্ষক হিসেবে থাকছেন অ্যাডাম গিলক্রিস্ট। তিন পেস বোলারের মধ্যে আছেন মিচেল জনসন, ডেল স্টেইন ও গ্লেন ম্যাকগ্রা। আর একমাত্র স্পিনার হিসেবে আছেন ওয়ার্ন। যদিও ক্লার্ক দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছেন আরেক স্পিন কিংবদন্তি শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনকে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।