ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ক্যারিবীয়দের ছাড়িয়ে যাওয়ার সুযোগ টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
টেস্টে ক্যারিবীয়দের ছাড়িয়ে যাওয়ার সুযোগ টাইগারদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ‍বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানধারী ইংলিশরা (১০৮ পয়েন্ট) বাংলাদেশের (৫৭) চেয়ে ৫১ পয়েন্ট এগিয়ে।

তবে ঘরের মাটিতে সিরিজ শেষে ব্যবধান কমিয়ে আনার সুবর্ণ সুযোগ পাচ্ছে টাইগাররা।

জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্ট আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ (২৮ অক্টোবর-১ নভেম্বর) শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে সফরকারীরা। অন্যদিকে, পাকিস্তান-ও. ইন্ডিজের মধ্যকার পরবর্তী দু’টি টেস্ট শুরু হবে যথাক্রমে ২১ ও ৩০ অক্টোবর। এ দু’টি সিরিজ শেষে টিম র‌্যাংকিং প্রকাশ করবে আইসিসি।

সিরিজ জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে (৬৭) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে, পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের ভরাডুবি হলেই এক ধাপ এগিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের আটে উঠে যাবে টিম বাংলাদেশ। এরই মধ্যে দুবাই টেস্টে ৫৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছেন আজহার-মিসবাহরা।

বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতলে এক লাফে পয়েন্ট চলে যাবে ৭২-এর ঘরে। হোয়াইটওয়াশ করতে পারলে হবে ৭৫। যে ব্যবধানেই হোক, সিরিজ হারলেই পয়েন্ট খোঁয়াবে ইংলিশরা। তিনে থাকা অস্ট্রেলিয়াকে টপকাতে হলে তাদের দু’টি টেস্টই জিততে হবে।

টেস্ট র‌্যাংকিং: ভারত (১১৫ পয়েন্ট), পাকিস্তান (১১১), অস্ট্রেলিয়া (১০৮), ইংল্যান্ড (১০৮), দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯১), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৫৭), জিম্বাবুয়ে (৮)।

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অ্যালিস্টার কুকরা। এ পর্যন্ত দুই দল দুই ম্যাচ করে মোট চারটি সিরিজে মুখোমুখি হয়েছে। দু’টি ইংল্যান্ডে আর দু’টি হোম ভেন্যুতে। আটটি ম্যাচেই হেরেছে টাইগাররা। সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে খালি হাতে ফেরে তারা। সে যাই হোক, সময়ের পরিক্রমায় বাংলাদেশ দল এখন বেশ পরিণত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজের পর টেস্টেও কঠিন লড়াইয়ের প্রত্যাশা বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।