ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সতীর্থদের ওপর আস্থা রাখছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
সতীর্থদের ওপর আস্থা রাখছেন সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: টেস্ট ম্যাচের প্রথম টার্গেটই থাকে প্রতিপক্ষকে দু’বার অলআউট করা। সাদা পোশাকে জিততে চাইলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো বোলিং লাইনআপ থাকতে হবে।

ক’দিন আগেও সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘২০ উইকেট নেওয়ার মতো বোলিং কম্বিনেশন বাংলাদেশের নেই। ’

তবে কোচের সঙ্গে মেলেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বলা কথা।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সতীর্থদের উপর দারুণ আস্থা রেখে সাকিব জানান, ‘টেস্ট ম্যাচের উইকেটের উপর অনেক কিছু নির্ভর করে। হোম ম্যাচের জন্য সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর। তাতে ব্যাটসম্যানরা রান পায়। যদি কখনও স্পিনার কিংবা পেসারদের সুযোগ দেওয়া হয় আমার মনে হয়, আমাদের বোলারদের ২০ উইকেট নেওয়ার যোগ্যতা আছে। তবে, যদি ফ্ল্যাট উইকেট বানিয়ে দেওয়া হয়, সেখানে বোলারদের পক্ষে উইকেট নেওয়া সম্ভব হবে না। ’

বাংলাদেশ সর্বশেষ গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছে। প্রায় ১৪ মাস পর আবার সাদা পোশাকে নামবেন মুশফিক-সাকিব-তামিম-রিয়াদরা। দীর্ঘ বিরতির পরও জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা এমনটি জানিয়ে সাকিব বলেন, ‘সবসময়ই আমাদের লক্ষ্য থাকে ম্যাচ জেতার। সেজন্য আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। সেটা আমরা জানি। আমাদের প্রস্তুতিটাও সেভাবেই হচ্ছে। ’

আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।