ঢাকা: ২০১৬-১৭ মৌসুম শেষে রড মার্শ সরে দাঁড়ানোর পর প্রধান নির্বাচক কে হবেন তা নিয়ে মধুর সমস্যায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)! এরই মধ্যে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কাঁধে নিতে আগ্রহ দেখিয়েছেন অজিদের দুই সাবেক তারকা স্টিভ ওয়াহ ও জেসন গিলেস্পি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ তে ওয়ানডে সিরিজ হারের পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানান মার্শ।
ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে পাঁচ বছরের কোচিং অভিজ্ঞতা শেষে দেশে ফিরেছেন গিলেস্পি। বিগ ব্যাশের পরবর্তী আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কোচ হতে ইচ্ছুক নন সাবেক এ পেস সেনসেশন।
তবে জাতীয় দলের নির্বাচক পদে আগ্রহী হয়ে উঠছেন গিলেস্পি, ‘আগামী বছর জাতীয় টিমের নির্বাচক পদ খালি হবে। আমি এর জন্য নিজের নাম দিতে পারি। বিগত পাঁচ বছরে সবকিছুই ইয়র্কশায়ারের জন্য করেছি। আমি কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। সুযোগ আসলে তাতে দৃষ্টি রাখবো। ’
অন্যদিকে, ভাইয়ের সঙ্গে ন্যাশনাল টিম সিলেক্টর হতে আগ্রহী সাবেক টেস্ট অধিনায়ক স্টিভ ওয়াহ, ‘যদি সুযোগ আসে আমি তা বিবেচনা করবো। তবে এটাই সঠিক সময় কিনা সেটিও দেখার বিষয়। আমি মনে করি, অস্ট্রেলিয়ায় অনেক ভালো ক্রিকেট মস্তিষ্ক আছেন। কেউই আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেননি, কিন্তু আমি তা শুনেছি। ’
শেষ পর্যন্ত প্রধান নির্বাচক পদে সিএ কাকে বেছে নেবেন সেটিই এখন দেখার বিষয়! গিলেস্পি নাকি স্টিভ ওয়াহ? না অন্য কেউ?
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমআরএম